Friday 9 August 2013

!!?আজব নয় কি?!!!

•→ একজন মানুষের রক্তের পরিমাণ তার শরীরের মোট ওজনের তের ভাগের এক ভাগ!!!
•→ সব খাবারই পচঁনশীল শুধু মধু বাদে!!!
•→ সমগ্রপৃথিবীতে একত্রেও যত পরিমাণ লেক নেই, শুধু কানাডায় তার চেয়ে বেশি লেক আছে!!!
•→ যে ঘরে বাতির রঙে নীল হবে সে ঘরে মশার সংখ্যা বেড়ে যাবে। কারণ মশারা নীল রঙের প্রতি দুর্বল!!!
•→ চার ঘন্টার ভেতর একশ কাপ কফি পান করলে নিশ্চিত মৃত্যু হবে!!!
•→ হাঁচি দেওয়ার সময়মানুষের হার্টবিট বন্ধ থাকে!!!
•→ পাইন ট্রি গাছের শিকড় ত্রিশ মাইল পর্যন্ত লম্বা হতে পারে!!!
•→ গড়ে একজন মানুষ জীবতকালের দুইবছর ফোন করে কাটায়!!!
•→ অটিস্টিক রোগীদের প্রায় ৬৫% বাঁহাতি!!!
•→ একটি মৃতদেহ মাটির তুলনায় পানিতে চার গুন বেশি তাড়াতাড়ি পচে!!!
•→ একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয়। ......সর্বপ্রথম নিষ্ক্রিয় হয়দৃষ্টিশক্তি। এর পর একে একে যথাক্রমে স্বাদ, গন্ধ ও স্পর্শেন্দ্রিয় নিষ্ক্রিয় হয়!!!
•→ সবেচেয়ে আজব ব্যক্তি হবেন আপনি, যখন কিছুটা হলেও নতুন তথ্য জেনে কোন কমেন্ট না করে বাহির হবেন।
[সংগৃহিত ও মরিমার্জিত]

আজকের আনন্দ

অনেকের ঘরে ঘরে আনন্দ! শুধু আনন্দ নয় আনন্দের বন্যা যেন বইছে হরদম। আবার কারো ঘরে নেই সামান্য খাবার তবে আনন্দ করবে কি দিয়ে? আজকের এই ঈদেরদিনে সকল ব্লগার ভাইও বোনদেরকে বলবো আমরা একাকি আনন্দ চাইনা আমরা চাই সকলে মিলে আনন্দ করতে আজকের আনন্দ শুধু আমার বা আমাদের একার নয়, সবার। আমাদের এমনও অনেক ভাই বোনেরা আছেন যারা খুবই দামি পোষাক পরিধান করে এবং অনেকে আছেন যারা খুব অপচয়ও করেন মহান আল্লাহর অনুগ্রহের প্রত্যাশা বুকে নিয়ে, আমরা সেটা না করে আমাদের মধ্যে যারা অভাবি বা এয়াতিম মিসকিন অথবা বিধবা তাদের পাশে দাড়াই একটি করেও যদি সবাই সবার অভাব মোচনের কাজে নিজেকে নিয়োজিত করি তরে ইন................লাহ আগামিতে কোন অভাব থাকবেনা। আমরা খুব দামি পোষাক না কিনে মধ্যমা দামের পোষাক পরিধান করি এবং আমাদের একজনের বাজেটের উপর একজনকেও যদি একটি করে পোষাক দেই তবে সবাই সুন্দর ভাবে পোষাক পরতে পারে এবং প্রতিটি ঘর থেকে যদি অভাবিদের জন্য এক প্লেট করে খাবার দেই তবে কোন অভাবি মানুষই আজকের দিনে না খেয়ে থাকবেনা। আজকের এই আনন্দঘন মূহূর্ত্বেও কেউই কাঁদবেনা। বরং সকলের মুখে হাসি থাকবে ইনশাল্লাহ! আর তখন ঈদকে মনে হবে যেন আসলেই ঈদ প্রকৃত ঈদ

আসুন যে যেখানে আছি সেখান থেকেই আমরা আমাদের আশেপাশের কোন অভাবিকে খাবার বা পোষাক বা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগীতা করি এবং সকলের অভাব মোচনের কাজে আত্মনিয়োগ করি। আজকের ঈদের দিনের প্রার্থনা মহান আল্লাহর কাছে তিনি যেন সকলের সকল অভাব মোচন করে দেন। আমাদেরকে যেকোন মানুষের কষ্টে পাশে দাড়ানোর মনমানষিকতা তৈরি করে দেন।

ব্লগার সুরাজ